ঘন কুশায়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকম্পটার জরুরি অবতরণ করেছে।
সোমবার সকালে ঢাকা থেকে নওগাঁর একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ওবায়দুল কাদেরের সফরসঙ্গী ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।