দর পতনের শীর্ষে পিপলস লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-৩১ ১৫:৫১:৪৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৮ বারে ৩০ লাখ ৩১ হাজার ৫৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩১ বারে ৪ লাখ ৭৮ হাজার ১৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭১ বারে ৩২ লাখ ৬৯ হাজার ৪৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের ৫.০০ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪.১১ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৮৫ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩.৮৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ৩.৭৫ শতাংশ ও খুলনা প্রিন্টিংয়ের ৩.৫৩ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












