দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০১ ১৬:০৬:৪১

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৪ বারে ১৮ লাখ ২৪ হাজার ৩৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮১ বারে ৫ লাখ ৯২ হাজার ৭০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৬৫ বারে ৮ লাখ ১৭ হাজার ৮১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫০ শতাংশ, এরামিট লিমিটেডের ৭.২৪ শতাংশ, সমতা লেদারের ৫.৭৮ শতাংশ, সিনো বাংলার ৫.৭০ শতাংশ, এপেক্স ফুডসের ৫.৫৬ শতাংশ ও সিকদার ইন্স্যুরেন্সের ৫.৪৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












