দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০১ ১৬:২৩:৩৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রাইম ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮৬ বারে ১৫ লাখ ৩৩ হাজার ৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৩৬ বারে ৩১ লাখ ১২ হাজার ২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৬ বারে ৪ লাখ ৯২ হাজার ৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলসের ৫.৭১ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৭০ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানির ৫.৫৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৫.২৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.১৫ শতাংশ এবং তাল্লু স্পিনিং মিলসের ৪.৮৪ শতাংশ দর কমেছে।

 

এসকেএস