বিসিবির নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে 

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০১ ১৬:৩২:৩৮


কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এর মধ্যে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান।

এর মাঝেই সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বোর্ড সভায় বসেছেন বিসিবি পরিচালকরা।

দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং এখনো চলমান আছে।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি আনুমানিক ৪ অক্টোবর হতে পারে।

বিএইচ