দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০২ ১৬:২৬:২৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৪ বারে ১৮ লাখ ২৪ হাজার ৩৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইনডেক্স আগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮১ বারে ৫ লাখ ৯২ হাজার ৭০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৬৫ বারে ৮ লাখ ১৭ হাজার ৮১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বিডিকম অনলাইনের ৯.৭৫ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৯.৬৮ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের  ৯.৬৮ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৬৫ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৫৮ শতাংশ, ডরিন পাওয়ারের ৮.৮১ শতাংশ ও ন্যাশনাল পলিমারের ৮.৪৬ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস