দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০২ ১৬:৩৭:০৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২৪৬ বারে ৭ লাখ ৮২ হাজার ৩৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১৪০ বারে ৭ লাখ ৮ হাজার ৭৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। ফান্ডটি ৩৭৬ বারে ৬ লাখ ৭৩ হাজার ৮৬৩ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– ফিনিক্স ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফারইস্ট ফাইনান্সের ৫.৫৬ শতাংশ, ফাস ইনভেস্টমেন্টের ৫.৫৬ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের ৫.০০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.০০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.০০ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস