বন্ডের অর্থ ফেরত দেবে নাভানা ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৩ ১৫:১০:০৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির কনভার্টিবল বন্ডের সাবস্ক্রিপশনকৃত অর্থ মেয়াদ পূর্তির আগে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৩ সালের জুনে নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ ব্যাংক ঋণ পরিশোধের জন্য ১৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়। পাঁচ বছর মেয়াদি এ বন্ডের ৬০ শতাংশ শেয়ার রূপান্তরযোগ্য এবং মেয়াদ শেষে এটি পুরোপুরি অবসায়ন করার কথা ছিল। তবে বন্ডের সাবস্ক্রিপশনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ১৫০ কোটি টাকার মধ্যে মাত্র ৮ কোটি টাকার সাবস্ক্রিপশন হয়।
পরবর্তী সময়ে সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হলেও অনুমোদন মেলেনি। এ অবস্থায় বন্ডটিতে সাবস্ক্রাইবকারী এবং এর ট্রাস্টি প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে বন্ডের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













