সূচকের উত্থানে বেড়েছে লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৩ ১৫:২৬:২৭

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির, দর কমেছে ১৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির।
ডিএসইতে ১ হাজার ৩৯৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৬ কোটি ৯৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩১ পয়েন্টে।
সিএসইতে ২৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩ টির দর বেড়েছে, কমেছে ৯৪ টির এবং ২৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












