দর পতনের শীর্ষে এইচ আর টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৩ ১৬:১৮:৩১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১৫ বারে ৭ লাখ ৩৪ হাজার ২৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৮ বারে ১২ লাখ ৪৮ হাজার ৭১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৮ বারে ১৫ লাখ ৬৭ হাজার ৩২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৬.৯৮ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের ৫.৮৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের এ্যা৫.২৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, সমতা লেদারের  ৪.৯৬ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেসের ৪.৯২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস