বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
চতুর্থ দিনের শুরুতেই জোরা আঘাত স্টার্কের
প্রকাশিত - মার্চ ৭, ২০১৭ ১১:৩০ এএম
ব্যঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। গতকালের অপরাজিত জুটি পুজারা-রাহানে দিনের শুরুতে ছিলেন বেশ সতর্ক। উইকেটে কিছু সময় পার করে শট খেলতে থাকে দুই ভারতীয় ব্যাটম্যান। এরপরই আসে মিচেল স্টার্কের জোরা আঘাত।
অর্ধশতক পূর্ণ করে ৫২ রানে স্টার্কের ফুল লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অাজিঙ্কা রাহানে। এরফলে ভেঙ্গে যায় পুজারা রাহানের ১১৮ রানের জুটি।এটিই এই সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের সর্বোচ্চ জুটি।
এরপরই মাঠে আসেন নিজের শেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরী হাকানো করুণ নায়ার। প্লেড অন করে তাকে প্রথম বলেই বোল্ড করে গোল্ডেন ডাক উপহার দেন স্টার্ক । একটু পর আউট হন পুজারা। ৯২ রানে তিনি হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দেন। নতুন বল অসিদের জন্য আর্শিবাদ হয়ে আসে।
ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান । লিড ১৫৯ রানের। ক্রিজে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা ও অশ্বিন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.