দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৪ ১৫:৫৯:২৩

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৯ বারে ৮ লাখ ৮ হাজার ২৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৮৬ বারে ৫ লাখ ৭৬ হাজার ৬৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৯৩ বারে ২৬ লাখ ৮৯ হাজার ১৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ই-জেনারেশনের ৯.৭৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৯.৬০ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৫২ শতাংশ, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৯.৪৭ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ জি কিউ বলপেনের ৮.০৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












