দর পতনের শীর্ষে এইচ আর টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৪ ১৬:০৭:৩২


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪২৯ বারে ১২ লাখ ৭০ হাজার ৯৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৯ বারে ২৩ লাখ ৪ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩১ বারে ১৩ লাখ ৫০ হাজার ৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ফার্স্ট ফাইন্যান্সের ৩.৫৭ শতাংশ, এসএস স্টিলের ৩.৫৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৩.৪৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩.৪৫ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালসের ৩.৪৩ শতাংশ, আরএকে সিরামিকসের ৩.৩৫ শতাংশ এবং সি এন্ড এ টেক্সটাইলসের ৩.৩৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস