সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৬ ১০:১৩:০০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক অনলাইন লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৫.৩০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৫.৯০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে বিডিকম অনলাইনের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩.৩০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–শ্যামপুর সুগারের ২২.৮৩ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ২২.৩৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ শতাংশ, বে লিজিংয়ের ২০ শতাংশ, আমরা টেকনোলজির ১৯.৮৫ শতাংশ, বিবিএস কেবলসের ১৯.৯৭ শতাংশ, এবং খান ব্রাদার্সের ১৮.৩৬ শতাংশ।

 

এসকেএস