সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ নিহত
প্রকাশ: ২০১৭-০৩-০৭ ১৩:৩৪:০৮

সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ নিহত হয়েছেন। ভারতের বর্ধমান থেকে কলকাতা ফেরার সময়ে গুড়াপের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তিনি নিহত হন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ভারতের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ভারতের বীরভূমের সিউড়িতে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন কালিকাপ্রসাদ। তার সঙ্গে গানের দলের আরো ৫ জন সদস্য ছিলেন। বর্ধমানের গুড়াপে পিছন থেকে গাড়িটিকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুড়াপ থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা কালিকাপ্রসাদ সহ ৫ জনকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা কালিকাপ্রসাদকে নিহত ঘোষণা করেন। দলের বাকি পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বাংলা লোকগানে জ্ঞানের সম্ভার ছিলেন সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ। তার মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার সঙ্গীতজগত।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













