
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৪০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.৩০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিএসপি ফাইন্যান্সের ১১.৪৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১.১১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৮৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ, রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ডের ৭.৫৩ এবং বিকন ফার্মার ৭.২১ শতাংশ দর কমেছে।
এসকেএস