পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৭ ১৪:১৭:০১

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী পরাজয়ের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা দিলেন ইশিবা।
রোববার (৭ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা।
জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয়ের পর পদত্যাগের পরিকল্পনার খবর প্রকাশ পায় যা তিনি অস্বীকার করেন। এর কয়েক সপ্তাহ পর রোববার এই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত অক্টোবরে তার দায়িত্ব গ্রহণের পর থেকে, ইশিবা নির্বাচনী পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে গেছে।
এই পরাজয়ের ফলে ইশিবার জোটের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়ে।
দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে, প্রধানমন্ত্রীকে তার দলের বেশিরভাগ ডানপন্থি বিরোধীদের কাছ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়। যারা তাকে জুলাইয়ের ভোটের ফলাফলের দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান।
খবরে বলা হয়, জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সাথে দেখা করে তাকে পদত্যাগ করতে রাজি করান।
এদিকে, যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় তার পদত্যাগের খবর সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি, জাপান সরকার নিশ্চিত করেছে ইশিবা রোববারের পরে একটি সংবাদ সম্মেলন করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জাপানি গাড়ি আমদানির উপর শুল্ক ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার কয়েকদিন পরেই এই ঘটনা ঘটল।
এর শর্তাবলী অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ জাপানি রপ্তানির উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













