
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪৯৭ বারে ৩৯ লাখ ১৩ হাজার ৬১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩১ বারে ১১ লাখ ৮ হাজার ৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪২ বারে ৬৪ হাজার ৬৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ইনটেকের ৫.৫২ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪.৩৫ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৪.৩৫ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৫৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৫৪ শতাংশ এবং আল-হাজ টেক্সটাইলের ৩.৪৮ শতাংশ দর কমেছে।
এসকেএস