নতুন রাজনৈতিক জোট করতে ১৫টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আশা করা হচ্ছে শিগগিরই নতুন জোটের ঘোষণা আসতে পারে।
আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয় বলে। দলর্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় জানান তিনি নিজেই নতুন জোট গঠনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
তবে এরশাদ যে দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, সেই দলগুলোর অধিকাংশই রাজনীতির মাঠে অচেনা। দলগুলো হল- বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, গণ অধিকার পার্টি, তফসিল ফেডারেশন, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি ও ইসলামী গণ আন্দোলন।
উল্লেখ, গত ২০ ফেব্রুয়ারি রংপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে নতুন জোট গঠন করে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান এরশাদ।