টোটালগ্যাসকে কিনে নিচ্ছে এমজেএলের সাবসিডিয়ারি ওমেরা পেট্রোলিয়াম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৮ ১২:৪১:২৩


টোটালগ্যাস বাংলাদেশ নামে পরিচিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের প্রায় শতভাগ শেয়ার ২২৭ কোটি টাকায় কিনে নিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  এই অধিগ্রহণের ফলে ওমেরা এখন প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৯৫ শতাংশ শেয়ারের মালিক হলো। এতে ওমেরার এলপিজি ব্যবসা আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে তারা প্রিমিয়ার এলপি গ্যাসের বিদ্যমান অবকাঠামো ও এর ১৬ লাখ সিলিন্ডার ব্যবহারের সুযোগ পাবে। তবে এই চুক্তি কার্যকর হওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে।

কয়েক মাস ধরে জটিল আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে। প্রিমিয়ার এলপি গ্যাসে ১১ শতাংশ অংশীদারিত্ব থাকা স্থানীয় শেয়ারহোল্ডারদের আপত্তির কারণে এই আলোচনার গতি কিছুটা কমে গিয়েছিল। তবে কয়েক বছর ধরে বার্ষিক ১৫ থেকে ২০ কোটি টাকা লোকসান দিয়ে আসার কারণে ফ্রান্সভিত্তিক কোম্পানি টোটালগ্যাস বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে অনড় ছিল।

 

এসকেএস