দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৯-০৮ ১৫:৫৩:০০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮৯ বারে ৪০ লাখ ৭৬ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৭৬৫ বারে ২ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৪১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৬৭ বারে ৬২ লাখ ১১ হাজার ৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –শাহজিবাজার পাওয়ারের ৬.৫০ শতাংশ , সিলভা ফার্মার ৬.০১ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫.৪৯ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৫.২১ শতাংশ, সমতা লেদারের ৪.৬৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ এবং আমান কটনের ৩.৫৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












