দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৯-০৯ ১৫:২৭:২৩

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৫৬ বারে ১১ লাখ ৪৫ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৩৮ বারে ৩৫ লাখ ২১ হাজার ৮৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ। ফান্ডটি ৫২৬ বারে ২৯ লাখ ৯০ হাজার ৪৭০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৬৮ শতাংশ, ইজেনারেশনের ৬.২৭ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ৫.৫৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.৪৫ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.২৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












