দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৯ ১৫:৩৬:৪৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৫ হাজার ১৪৪ বারে ৯ লাখ ৬৮ হাজার ৯২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৩০ বারে ৩৬ হাজার ৩৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১২৫ বারে ৮২ হাজার ৮১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– সাফকো স্পিনিংয়ের ৬.৫৪ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৬.৪৯ শতাংশ, জাহিন টেক্সের ৬.১৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৬.০০ শতাংশ, ওয়েস্টান মেরিনের ৬.০০ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ এবং গোল্ডেন হারভেস্টের ৫.৫২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস