রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের ২৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৩)। এ সময় জব্দ করা হয়েছে মুক্তিপণের ছয় লাখ টাকা, বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসা।
সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে আরও জানানো হয়, অভিযানের সময় অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে রাজধানী থেকে ১০ ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ ছাড়া অবৈধভাবে পাচার হওয়া লিবিয়া ফেরত ২৭ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে ওই বার্তায় আটক ও উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি।
জানতে চাইলে র্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, সকাল ১১টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।