মন্ট্রিয়ল ফোবানার চেয়ারম্যান জাহিদ; সেক্রেটারি নেহাল রহিম

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৯-০৯ ১৯:০২:০৩


মন্ট্রিয়লে অনুষ্ঠিত ৩৯তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা)-র নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ৩১ আগস্ট গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে ক্যালিফোর্নিয়ার জাহিদ হোসেন পিন্টু চেয়ারম্যান এবং টেক্সাসের নেহাল রহিম এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন মন্ট্রিয়লের জিয়াউল হক, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের সাহিদা সিকদার হাই এবং সহকারী মহাসচিব (এজিএস) হয়েছেন নিউইয়র্কের আমিনুল জিলানী কলিন্স।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বেদারুল ইসলাম বাবলা। এ সময় তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কাজী মশহুরুল হুদা ও ইকবাল কবির।

নির্বাচন কমিশনার আরও ঘোষণা করেন, আগামী বছর লেবার ডে উইকেন্ডে ৪০তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে। মন্ট্রিয়লের আলো ঝলমলে মঞ্চে ৪০তম কনভেনশনের পতাকা হস্তান্তর করা হয় হোস্ট সংগঠনের কর্মকর্তাদের হাতে বিপুল করতালির মধ্য দিয়ে।