দর বৃদ্ধির শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১০ ১৬:১১:১৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৯ বারে ৩ লাখ ৫১ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২১ বারে ১ লাখ ৯৭ হাজার ৭৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৮ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯ বারে ৮ লাখ ১০ হাজার ৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – দেশবন্ধু পলিমারের ৪.৮৩ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৪.১৭ শতাংশ, জিকিউ বলপেনের ৪.০২ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৩.৯৮ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ৩.০৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের  ২.৯১ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ২.৬৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস