দর পতনের শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৯-১১ ১৫:৫৩:৩৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৭৪ বারে ১৬ লাখ ৭৮ হাজার ৪৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৭২ বারে ১৩ লাখ ৫৩ হাজার ৭৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৮ বারে ৬ লাখ ৫০ হাজার ২৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইনটেকের ৮.৬২ শতাংশ, ই-জেনারেশনের ৮.০৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৮ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলসের ৬.৭১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৬.৬২ শতাংশ, বিডিকম অনলাইনের ৬.৬০ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৬ শতাংশ দর কমেছে।

 

এসকেএস