দর পতনের শীর্ষে পিপলস লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১১ ১৫:৩২:৩২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৩ বারে ৯ লাখ ১ হাজার ৪৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮২ বারে ১০ লাখ ৯৪ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ১ লাখ ২ হাজার ৪২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.১৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৮০ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ২.৭৮ শতাংশ, দি পেনিনসুলা চিটাগংয়ের২.১৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ২.১২ শতাংশ এবং কেয়া কসমেটিক্সের ২.০০ শতাংশ দর কমেছে।
এমআরএম







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












