দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৯-১১ ১৬:০৩:৩১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৬৬ বারে ৫৫ লাখ ৭৫ হাজার ১১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আইপিডিসির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৪৭ বারে ৫৯ লাখ ৫১ হাজার ৭০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৩৮ বারে ১০ লাখ ১১ হাজার ৪২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮.৪০ শতাংশ, সামিট এলায়েন্সের ৮.২৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৭.৭৮ শতাংশ, জিকিউ বলপেনের ৭.০৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৭ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল মিলসের ৬.৯৬ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৪ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












