আশুলিয়ায় নকল পণ্য তৈরির দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরি সিলাগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফ্যাক্টরির মালিক তাঁরা মিয়াকে (৪৫) এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।
সোমবার দুপুর ২টার দিকে আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় কেয়া আইসক্রিম ফ্যাক্টারি নামে একটি নকল ও ক্ষতিকারক আইসক্রিম তৈরির কারাখানায় এ অভিযান চালায় র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এই আইসক্রিম ফ্যাক্টরিটি বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের পণ্য নকল করে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে।
এছাড়া মানবদেহে ক্ষতি হয় এমন কেমিকেল দিয়ে পণ্য তৈরি করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফ্যাক্টরিটি সিলগালা করা হয়।
এ সময় ফ্যাক্টরি মালিক তাঁরা মিয়াকে এক লাখ জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
সানবিডি/ঢাকা/রাঅা