রাশিয়ার প্রিমোর্স্ক বন্দরে ড্রোন হামলা, জাহাজে আগুন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৯-১২ ১৫:১৩:১৩

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের প্রিমোর্স্ক বন্দর এলাকায় ড্রোন হামলার হয়েছে। এ ঘটনার পর একটি জাহাজ ও একটি পাম্পিং স্টেশনে আগুন লেগে যায়। বন্দরটি থেকে জাহাজে তেল ভরা হয়। শুক্রবার দেশটির আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রজদেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি জানান, বাল্টিক সাগরের তীরে অবস্থিত প্রিমোর্স্ক বন্দরে জাহাজে লাগা আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঠিক কোন ধরনের জাহাজে আগুন লেগেছিল তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে তেল ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। ড্রোন হামলা এখনও চলমান থাকায় অঞ্চলে মোবাইল ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
দ্রজদেনকো অরো জানান, ওই অঞ্চলের আকাশে ৩০টির বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে।
তবে পোস্টে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। ফিনল্যান্ড উপসাগরের তীরে সেন্ট পিটার্সবার্গের কাছে প্রিমোর্স্ক বন্দরটি অবস্থিত।
সূত্র : রয়টার্স
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













