জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রথম সমাবর্তনকে সামনে রেখে ইতিমধ্যেই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ), উপাচার্য দপ্তরের এস. এম. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের প্রথম সমাবর্তন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নিম্নোক্ত শিক্ষাবর্ষের উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করে সমাবর্তনে অংশগ্রহণ করতে হবে। স্নাতক (সম্মান) (সকল অনুষদ) ২০০৬-৭ থেকে ২০০৯-১০ শিক্ষাবর্ষের জন্য ৩ হাজার, মাস্টার্স (সকল অনুষদ) ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ শিক্ষাবর্ষের জন্য তিন হাজার (৩০০০) ও EMBA ২০১৩, ২০১৪, ২০১৫ সামার ও ফল চার হাজার (৪০০০) টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্র্যাজুয়েটদের মধ্যে যারা সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে ১ মার্চ থেকে ৩০ মার্চ মধ্যে বিশ্বদ্যিালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে : বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদত্ত নির্ধারিত ফরমে চাহিদাকৃত তথ্যাদি প্রদান করতে হবে এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই ব্যাংকে টাকা জমার ফরম PDF আকারে পাওয়া যাবে। উক্ত ফরমের নির্ধারিত স্থানে স্বাক্ষর করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে পারবেন।
সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস