
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৩ বারে ৪০ লাখ ৯৫ হাজার ৯৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৮ বারে ৪৮ লাখ ৯৯ হাজার ১২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৩৪ বারে ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫.১৯ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি: এর ৪.৯৬ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইলের ৪.৬২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৫৩ শতাংশ, বিকন ফার্মার ৪.০২ শতাংশ, ওয়াইম্যাক্সের ৩.৯৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.৬০ শতাংশ ও এস্কয়ার নিটের ৩.৪৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস