দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১৫ ১৬:০৭:৪৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৫ বারে ৪ লাখ ৫২ হাজার ১৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪২ বারে ১ লাখ ২৬ হাজার ৮৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২ বারে ২ লাখ ১৪ হাজার ৬৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-  তমিজুদ্দিন টেক্সটাইলের  ৫.৩৩ শতাংশ , মুন্নু ফেব্রিকসের ৫.২৬ শতাংশ , গ্লোবাল ইসলামী ব্যাংকের  ৪.৭৬ শতাংশ , ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৪.১৯ শতাংশ , রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ , ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.০৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালসের ৩.৯৪ শতাংশ দর কমেছে।

 

এসকেএস