জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি সম্প্রদায়িকও নয়, অসম্প্রদায়িকও নয়। বরং আমরা ইসলামী মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এজন্য রাজনীতিক ও ব্যবসায়ীরা আমাদের দলে যোগ দিচ্ছেন।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে ইমানুয়েলস্ কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জিএম কাদেরর হাতে ফুলের তোড়া দিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. নেওয়াজ আলী ভূঁইয়া দুই শতাধিক সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
নবাগতদের স্বাগত জানিয়ে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দেশের জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী আওয়ামীলীগ-বিএনপি’র উপর ভরসা করতে পারছেনা। তাই তাদের আস্থার ভরসাস্থল এখন জাতীয় পার্টি। আর আমরাই পারি মানুষকে শান্তি দিতে, মানুষের এই প্রত্যাশা পুরণ করতে।’
দেশের বর্তমান পরিস্থিতিতে এরশাদের কোনো বিকল্প নেই মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘এখন উন্নয়নের নামে দেশের সর্বত্র বিশৃঙ্খলা চলছে। কোথাও শান্তি নেই, সব জায়গায় অনিয়ম। এ অবস্থার পরিবর্তন করতে পারে কেবল জাতীয় পার্টি। বড় দুটি রাজনৈতিক দলের প্রতি অনিহার কারণেই জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে।’
নরসিংদী জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, উপদেষ্টা সৈয়দ দিদার বখত, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন।
উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ভূইয়া, মো. ইসহাক ভূইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নিগার সুলতানা, কেন্দ্রীয় নেতা হুমায়ন খান, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, মনোয়ারা তাহের মানু, সুমন আশরাফ।