দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১৬ ১৬:০৭:১৭

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২১ বারে ৭ লাখ ২৩ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৬৬ বারে ১ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৫৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮২৮ বারে ৪ লাখ ৬৮ হাজার ৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭ শতাংশ , মুন্নু ফেব্রিক্সের ৬.৫৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৫০ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.২৯ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.২৯ শতাংশ, বিচ হ্যাচারীর ৫.৮৩ শতাংশ ও সোনালী আঁশের ৫.৫৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












