পিটিএলের বহরে যুক্ত হচ্ছে আরও ১৭৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৯-১৭ ১৪:১১:৫৯

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির বহরে যুক্ত হচ্ছে আরও ১৭৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ। প্রাথমিকভাবে কোম্পানিটি মনোনিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পাবনায় ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্টের জন্য গত ১৪ জুলাই আবেদন করেছে কোম্পানিটি। এরপর সরকার টেকনিক্যাল এবং আর্থিক অবস্থা যাচাইয়ে পাশ করেছে পিটিএল। তবে এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
অন্যদিকে সিলেটের মৌলভিবাজারে ২৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্টের জন্য গত ২ জুন আবেদন করেছে কোম্পানিটি। এরপর সরকার টেকনিক্যাল এবং আর্থিক অবস্থা যাচাইয়ে পাশ করেছে পিটিএল। তবে এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
এ বিষয়ে কোম্পানির সাথে যোগাযোগ করা হলে তারা পরিস্কার কিছু বলেননি। তবে আবেদন করার কথা স্বীকার করেছেন।
এদিকে বর্তমানে, পাবনা সদরের ভবানীপুর ও রতনপুর মৌজায় ডায়নামিক সান এনার্জি পাওয়ার ১০০ মেগাওয়াট সৌর পাওয়ার প্লান্ট করেছে। এই প্লান্টের মেয়াদ হবে ২০ বছর। এছাড়াও কোম্পানিটির ৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ আরও একটি সোলার পাওয়ার প্লান্ট রয়েছে। যার ৮০ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।
২০২৪ জুন শেষে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













