আর্থিক খাতে ১২ বছররের অভিজ্ঞতা রয়েছে শানিলা মেহজাবীনের। কাজ করেছেন কর্পোরেট ও রিটেইল বিজনেসে। অভিজ্ঞতা আছে স্ট্র্যাটেজিক বিজেনেস প্ল্যানিংয়েও। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে প্রজেক্ট ও বিজনেস ডেভলপমেন্ট প্রধান হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে অপরাজিতা ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি।
নারী দিবসে অপরাজিতা নিয়ে নারী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে শানিলা মেহজাবীন অর্থসূচককে বলেন, সব সময় নারীদের স্বনির্ভরতা ও নারী উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করে ব্র্যাক। তারই অংশ হিসেবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের এই প্রয়াস।
অর্থসূচক: কেন অপরাজিতা?
শানিলা মেহ্জাবীন: অপরাজিতা নামের অর্থ হলো যে নারী হার মানতে চায় না। তেমনিভাবে আর্থিক বিশ্বে তাদের স্বনির্ভর করার একটি চেষ্টা হলো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের অপরাজিতা সেবা। আমাদের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারী আছে। এই বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করার জন্য আমাদের এই আয়োজন।
আমরা মনে করি, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে এর জন্য একটি সুন্দর পরিবেশ ও সঠিক সেবা প্রয়োজন। সুন্দর পরিবেশ পেলে তারা সামাজ ও দেশের উন্নয়নে কাজ করতে পারবে। পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বাড়াতে আমাদের এই উদ্যোগ। আমরা পুঁজিবাজার সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বিনিয়োগের জন্য আগ্রহী করার চেষ্টা করছি।
অর্থসূচক: কবে থেকে আপনাদের সেবা চালু করেছেন এবং বর্তমান অবস্থা কী?
শানিলা মেহ্জাবীন: নারী বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের কথা চিন্তা করে ২০১৬ সালের সেপ্টেম্বর আমাদের ধানমণ্ডি শাখায় একটি বুথের মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসেবে অপরাজিতা চালু করি। এই সেবাটি চালু করে আমরা অনেক সাড়া পেয়েছি। এর ধারাবাহিকতায় আমাদের গুলশানের প্রধান অফিসেও চলতি বছরের জানুয়ারি মাসে সেবাটি চালু করেছি। ঢাকার বাইরের আগ্রহী নারী বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ভবিষ্যতে ঢাকার বা্ইরেও নিয়ে যেতে চাই।
অর্থসূচক: অপরাজিতার বৈশিষ্ট্যগুলো কী?
শানিলা মেহ্জাবীন: আমাদের এই পণ্যটির বৈশিষ্টগুলো হলো একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা। এই বুথটির দায়িত্বে রয়েছেন একজন নারী। প্রতিটি বুথেই রয়েছে বিনিয়োগকারীদের জন্য নারী অনুমোদিত প্রতিনিধি (Women Trader)। এ বুথের সেবা প্রদানকারীরাও নারী। রেগুলার পোর্টফোলিও ইমেল, ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, এসএমএসের মধ্যে ক্রয়-বিক্রয় নিশ্চিত করা, ফ্রি ওয়াই-ফাই জোন। এতে ঘরে বসেই ট্রেডারকে নির্দেশনার মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে। পুঁজিবাজারে বিনিয়োগ করার মাধ্যমে কর মওকুফও পাওয়া যায়।
অর্থসূচক: আপনাদের সেবাটি কোন পর্যায়ের লোকদের জন্য চালু করেছেন?
শানিলা মেহ্জাবীন: পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী ১৮ বছরের বেশি বয়সি যেকোনো নারী এই সেবা নিতে পারবে। এখানে স্বল্প পুঁজি দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন তারা।
সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস