দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১৭ ১৬:৪৯:০৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫০ বারে ৫ লাখ ৭৭ হাজার ৪৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২ বারে ১ লাখ ৪৭ হাজার ৬৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১৭ বারে ২৩ লাখ ২৯ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৭.১৪ শতাংশ, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৭.১৪ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬.৩৮ শতাংশ, ইনটেকের ৫.৯৬ শতাংশ, জেনারেসন নেক্সট ফ্যাশানসের ৫.৮৮ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৫.১৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস