চীন থেকে দুটি নতুন জাহাজ ক্রয় করবে বিএসসি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১৮ ১০:৩৮:২৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) চীন থেকে দুটি নতুন জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে ৭৮.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার  ব্যয়ে জাহাজ দুটি ক্রয় করবে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সামনে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৩৮ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর ৫২ দশমিক ১০ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।

 

 

এসকেএস