দর বৃদ্ধির শীর্ষে ইউসিবি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১৮ ১৫:৫২:০০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১২ বারে ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৮৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৪২৭ বারে ৪৭ লাখ ৯৬ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এনভয় টেক্সটাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৩ বারে ২৪ লাখ ৯০ হাজার ৬৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –মতিন স্পিনিং মিলসের ৩.৬৯ শতাংশ, পাওয়ার গ্রিড কোম্পানির ২.৯৪ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইলসের ২.৪৬ শতাংশ, ইনটেকের ২.৩১ শতাংশ, আইসিটির ২.৩০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.২৭ শতাংশ এবং সাউথইস্ট ব্যাংকের ২.২২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












