ঘূর্ণিঝড়ে মাদাগাস্কারে ৩৮ জনের প্রাণহানি
প্রকাশ: ২০১৭-০৩-১১ ০৯:৫৫:২৯

ঘূর্ণিঝড় ‘ইনায়ো’র আঘাতে আফ্রিকার দক্ষিণ-পূব্যাঞ্চলীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে দু’শ’ মানুষ।
গত সপ্তাহের ওই ঘূর্ণিঝড়ে গৃহহীন হয়েছেন অর্ধলাখের বেশি মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিলে বাস্তবে তা অনেক বেশি বলে স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তিন ভাগের দুইভাগই রাজধানী আন্তানানারিভোতে বলে জানা গেছে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে ঝড়ের ভয়াবহতার চিত্র। এরমধ্যে উদ্ধারকর্মীর উৎপরতা শুরু করেছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













