সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২০ ০৯:৪১:১৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬১.০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০৪.৩০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ইউসিবি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১.১০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–টেকনো ড্রাগসের ১৪.৬৫ শতাংশ, ক্রাউন সিমেন্টের ১৪.১০ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩.৬০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১২.১৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১০.৯৯ শতাংশ, সাপোর্টের ১০.৫৯ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ১০.০৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস