প্রয়োজনে আমাদের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবকে দেওয়া হবে: খাজা আসিফ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২০ ১৬:১৪:২৩

সৌদি আরবের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, যদি প্রয়োজন পড়ে তাহলে নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের কাছে তার দেশের পারমাণবিক কর্মসূচি ‘অ্যাভেইলেবেল’ করা হবে।
গত বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের উপস্থিতিতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
পাকিস্তানের জিও টিভিতে এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই। তা হলো আমরা যখন পরীক্ষা চালিয়েছিলাম তখন সেই সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে, আমরা যুদ্ধক্ষেত্রের জন্য বাহিনীকে প্রশিক্ষিত করেছি।’
তিনি বলেন, ‘নতুন চুক্তি অনুসারে আমাদের যা আছে এবং আমাদের যা ক্ষমতা তা সৌদি আরবের কাছেও ‘অ্যাভেইলেভেল’ করা হবে।’
এটি ইসলামাবাদের, সৌদি রাজ্যকে তার পারমাণবিক নিরাপত্তা ছাতার আওতায় আনার প্রথম প্রকাশ্য ঘোষণা।
আসিফ বলেন, ‘যদি পাকিস্তান অথবা সৌদি আরবের যেকোনো স্থানে আক্রমণ করা হয়, তাহলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং আমরা একসাথে এর জবাব দেব।’
আসিফ আরও বলেন, ‘আমরা এমন কোনো দেশের নাম বলিনি যার আক্রমণের ফলে স্বয়ংক্রিয়ভাবে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া শুরু হবে। সৌদি আরবও কোনো দেশের নাম বলেনি, আমরাও বলিনি। এটি উভয় পক্ষের একে অপরকে দেয়া একটি সুরক্ষা (ছাতা) ব্যবস্থা। যদি কোনো পক্ষের বিরুদ্ধে যে কোনো পক্ষ থেকে আগ্রাসন হয় তবে তা যৌথভাবে রক্ষা করা হবে এবং আগ্রাসনের জবাব দেয়া হবে।’
এদিকে, নয়াদিল্লিতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ভারত এবং সৌদি আরবের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা গত কয়েক বছরে যথেষ্ট গভীর হয়েছে। আমরা আশা করি, আমাদের কৌশলগত অংশীদারিত্ব পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলোকে মাথায় রাখবে।’
সৌদি আরব প্রথম ১৯৬৭ সালে পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এবং ১৯৮২ সালে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা চুক্তির মাধ্যমে এটিকে আপগ্রেড করে। এক পর্যায়ে, রাজ্যে ১৫,০০০-২০,০০০ এরও বেশি পাকিস্তানি সেনা মোতায়েন ছিল।
সূত্র জানায়, নতুন চুক্তিটি যখন বিবেচনাধীন ছিল তখন থেকেই ভারত তা জানত। এটি বিদ্যমান সমঝোতাগুলোকে আনুষ্ঠানিকভাবে রূপ দিয়েছে, বিশেষ করে সৌদি আরবকে পাকিস্তানের সমর্থনের বিষয়ে।
এদিকে, চুক্তির বিশদ বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি তবে যৌথ বিবৃতিতে সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ ছিল বলে জানানো হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













