নোবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বাড়লো

প্রকাশ: ২০১৫-১০-২৬ ১৮:৪৭:২৪


NSTU-1নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বেড়েছে। নতুন সূচি অনুযায়ী ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্বনির্ধারিত সময় অনুযাযী বর্তি আবেদন প্রক্রিয়া আজ (২৬ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,
নোবিপ্রবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদন ও পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী ২৮ নভেম্বর ২০১৫ (রাত ১২:০০টা) পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর ২০১৫ অনুষ্ঠিত হবে।

টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী:

‘সি’ গ্রুপ : ১৮ ডিসেম্বর ২০১৫, সকাল ১০.৩০ টা দুপুর ১১.৩০ টা পর্যন্ত।

‘ডি’ গ্রুপ : ১৮ ডিসেম্বর ২০১৫, বিকেল ৩.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত।

‘এ’ গ্রুপ : ১৯ ডিসেম্বর ২০১৫, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।

‘বি’ গ্রুপ : ১৯ ডিসেম্বর ২০১৫, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।

বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nstu.edu.bd এবং মোবাইল ০১৭৮৮৩০৫৮১১ ও ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, ফ্যাকাল্টি অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ নিম্নরূপ:

ফ্যাকাল্টি অব সায়েন্স

ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ, ফার্মেসি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানজমেন্ট বিভাগ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, এগ্রিকালচার বিভাগ ও স্ট্যাটিসটিক্স বিভাগ।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।

ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ

ইংরেজি বিভাগ, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ, ইকোনোমিক্স বিভাগ ও বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগ।

ইনস্টিটিউটসমূহ

ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)।

তবে আরো জানানো হয়, নতুন বিষয় বা ইনস্টিটিউটগুলোতে এবার কোনো শিক্ষার্থী ভর্তি নেয়া হবে না।

সানবিডি/ঢাকা/এসএস