দর বৃদ্ধির শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৯-২১ ১৬:৩৮:৪৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১৭ শতাংশ। ফান্ডটি ১৮৭ বারে ৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৮৫ বারে ৯৪ লাখ ৩৭ হাজার ৬৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ১৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ফান্ডটির দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। ফান্ডটি ৩৮ বারে ১২ হাজার ৪৮৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –আরগন ডেনিমসের ৩.১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, হাওয়েল টেক্সটাইলসের ৩.০০ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ২.৩৮ শতাংশ,শাশা ডেনিমসের ১,৯৮ শতাংশ, সমতা লেদারের ১.৭১ শতাংশ এবং সামিট এলিয়েন্সের ১.৬০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












