দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২৩ ১৫:৩৮:৩২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। ফান্ডটি ৪২৮ বারে ১৯ লাখ ৩৩ হাজার ২৩৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ক্রাউন সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৩৬৮ বারে ৯১ হাজার ৪৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা স্যালভো কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৯৩ বারে ৩৩ লাখ ২২ হাজার ৮৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –জি কিউ বলপেনের ৭.৪৭ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের ৬.৫০ শতাংশ, কে এন্ড কিউয়ের  ৫.৬৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৫.৫৯ শতাংশ, মুন্নু ক্রাফটের ৫.৪৮ শতাংশ ও সিভিও পেট্রোকেমিক্যালের ৫ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস