

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে টাইগার কোচ ফিল সিমন্স আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, তার দল ভারতকে হারানোর সক্ষমতা রাখে।
গতকাল মিডিয়ার মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স তার স্বভাবসুলভ শান্ত ও স্বল্পভাষী রূপ থেকে বেরিয়ে এসে হাসিমুখে কথা বলেন। তার আত্মবিশ্বাসী মনোভাব ফুটে ওঠে প্রতিটি উত্তরে। তিনি বলেন, ‘ভারতকে হারানোর সক্ষমতা রয়েছে সব দলের। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, ওই সাড়ে তিন ঘণ্টায় কী হলো সেটাই আসল।
সিমন্স আরও বলেন, ‘আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।
পরিসংখ্যান বলছে, টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত দুই দল ১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র একটি, যা ২০১৯ সালে দিল্লিতে মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসের সুবাদে এসেছিল। এরপর থেকে ভারত টানা আট ম্যাচে জয় পেয়েছে। তবে পরিসংখ্যানের এই পিছিয়ে থাকা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করে। এই হাইপ নিয়ে কোচ বলেন, ‘এটা থাকা উচিতও। আমরা এটা উপভোগ করি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করি।’
সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর পর বাংলাদেশ এখন চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। ২০১৬ সালে প্রথম টি-২০ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয়বার টি-২০ ফরম্যাটে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন টাইগার কোচ। তিনি বলেন, ‘আমরা শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে আসিনি। আমরা এসেছি চ্যাম্পিয়ন হতে।
তবে ভারতের বিপক্ষে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে টাইগার শিবিরে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। অনুশীলনের সময় পাজরে ব্যথা পাওয়ায় অধিনায়ক লিটনের খেলা নিয়ে হালকা সন্দেহ তৈরি হয়েছে। টিম ম্যানেজমেন্ট ম্যাচের আগ পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে বলে জানা গেছে।
জেআরটি