দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২৪ ১৫:৩৭:৪৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫২১ বারে ২৩ লাখ ২ হাজার ৮৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭৭ বারে ৪৬ লাখ ২১ হাজার ৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৭৯ বারে ১২ লাখ ২৩ হাজার ৬৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –মুন্নু  ফেব্রিক্সের  ৭.৬৯ শতাংশআইডিএলসি ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ই-জেনারেশনের ৭.১২ শতাংশ, বিডিকম অনলাইনের ৬.৮৮ শতাংশ, সিলকো ফার্মার ৬.৪৭ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.৯১ শতাংশ এবং সিলফা ফার্মাসিউটিক্যালসের ৫.৮৩ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস