
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ২ লাখ ১১ হাজার ৮৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোক্যামিকেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ২৬২ বারে ৬ লাখ ২ হাজার ৪৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৩৭ বারে ৮৬ লাখ ৪ হাজার ৫২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মুন্নু সিরামিকের ৪.৬৫ শতাংশ, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্য ওয়ানের ৪.৬৬ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ৪.৩২ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৩.৫৯ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৩.৩৩ শতাংশ, সিলকো ফার্মার ৩.৩১ শতাংশ এবং নর্দার্ন ম্যানুফ্যাকচারিংয়ের ৩.০৯ শতাংশ দর কমেছে।
এসকেএস